কলকাতা: করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে ১০ অগাস্ট থেকেই অনলাইনে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবার কলেজে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীদের যাতে আরও সুবিধা হয় তার জন্য ‘বাংলার উচ্চশিক্ষা’ নামের একটি পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
একটি টুইট করে সরকারের তরফে একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, “এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।” সেইসঙ্গে পোর্টালের লিঙ্কও নিজের টুইটারে জুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই পোর্টালে মূলত, রাজ্যে কোন জেলায় কতগুলি কলেজ রয়েছে সেই সব সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। শুধু স্নাতক স্তরের কলেজগুলোই নয়, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোরও বিভিন্ন তথ্য রয়েছে সেখানে।