কলকাতা পুলিশের অভিনব অভিযান

করোনার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু এখনও মানুষ সচেতন নয়। মানছেন না সামাজিক দুরত্ব বা মাস্ক পরার যথাযথ নিয়ম। মানুষের সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ মাস্ক পরার জন্য বিশেষ গান প্রকাশ করে এক অভিনব অভিযান শুরু করেছে। গানটি গেয়েছন বিশিষ্ট শিল্পী উষা উত্থুপ। সাধারন মানুষকে করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য যেসব পন্থা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে এই গানে বলা আছে। এই অভিযানের মুল কাণ্ডারি কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। অভিযানের নাম দেওয়া হয়েছে মাস্ক আপ কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে মোবাইল ভ্যান এবং ট্যাবলোর মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হবে। প্রচার করা হবে মাস্কের প্রয়োজনীয়তা এবং উপকারিতা। শহরের বিভিন্ন অঞ্চলে মাস্ক আপ অভিযানের ব্যানারও দৃষ্টি আকর্ষনের জন্য ব্যবহার করা হয়েছে।