প্রত্যেক শহরবাসী যাতে বিনামূল্যে, কোনও সমস্যার সম্মুখীন না হয়ে করোনা পরীক্ষা করাতে পারেন সেজন্য “ডোর স্টেপ টেস্টিং পরিষেবা” চালু করতে চলেছে পুরকর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে জানাতে হবে আবেদন। এরপরেই আবেদনকারীর বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। শহর কলকাতায় করোনা সংক্রমণে রাশ টানতেই এই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
এক্ষেত্রে কোন ব্যক্তির শরীরে সামান্যতম করোনার উপসর্গ থাকলে তিনি ৯৮৩০০৩৭৪৯৩ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, ঠিকানা সহ করোনা পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। এরপর আবেদনকারীর দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে কলকাতা পুরসভার টিম। একইসঙ্গে কমপক্ষে কুড়ি জনকে পরীক্ষার জন্য জানাতে হবে আবেদন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট-এর মধ্য দিয়ে আবেদনকারীর করোনা পরীক্ষা করা হবে। এই পরীক্ষার ফলাফল জানা যাবে ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে।