আবারও বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। রাজ্য সরকারের তরফে নয়া তালিকা অনুযায়ী, কলকাতায় ৩৭ টি জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুরনিগমের অধিকাংশ কনটেনমেন্ট জোন রয়েছে দুটি বরো এলাকায় – ৩ এবং ১২। তিন নম্বর বরোতে ১৩ টি কনটেনমেন্ট জোন রয়েছে। সেখানে ১২ নম্বর বরোতে কনটেনমেন্ট জোনের সংখ্যা ১০। ন’নম্বর বরোতে ছ’টি কনটেনমেন্ট জোন আছে। আট নম্বর বরোয় আছে চারটি কনটেনমেন্ট জোন। ১৩ নম্বর বরোর দুটি এলাকা কনটেনমেন্ট হিসেবে চিহ্নিত। বাকি দুটি কনটেনমেন্ট জোন আছে ১০ এবং ১৬ নম্বর বরোয়। পূর্ব কলকাতা বেলেঘাটা এবং দক্ষিণ-পূর্ব কলকাতা বাইপাস এবং পাটুলি এলাকায় করোনার প্রভাব সবথেকে বেশি। যা প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।