কলকাতায় পা রাখছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা

কলকাতা: ২০২১–এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ বিজেপি। আজ, বুধবার, দু’‌দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ (জে পি) নাড্ডা। ১৯ অক্টোবরের পর ফের আজ বাংলায় পা রাখছেন তিনি। আজ এবং আগামিকাল ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নড্ডাকে সামনে রেখে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বিজেপির।

আজ দুপুর ১টায় হেস্টিংসে নতুন রাজ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন নড্ডা। গত সফরে যে সব জেলার সঙ্গে কথা বলতে পারেননি তিনি, সেই জেলার প্রতিনিধিদেরই এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের ৯ জেলায় নতুন তৈরি হওয়া দলীয় কার্যালয়গুলিরও ভার্চুয়াল উদ্বোধন করবেন জে পি নাড্ডা। বিজেপি–র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ–সহ অন্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সল্টলেকের আইসিসিআরে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন নাড্ডা।