করোনাভাইরাস জনিত অতিমারির জেরে নিজস্ব বাড়ির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির কারণে কলকাতায় আবাসনের সরবরাহ ও বিক্রয়ে উন্নতির ছোঁয়া লেগেছে। তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানা যাচ্ছে ‘রিয়াল ইনসাইট: কিউ৪ ২০২০’ রিপোর্ট থেকে। দেশের আটটি প্রধান রেসিডেন্সিয়াল মার্কেটের তথ্যের ভিত্তিতে এই ত্রৈমাসিক বিশ্লেষণী রিপোর্ট তৈরি করে ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার-ডট-কম।
রিপোর্ট থেকে জানা গেছে, ১৬৫৮টি ইউনিট নিয়ে ছয়টি ত্রৈমাসিকের মধ্যে কলকাতা সরবরাহের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। সর্বমোট লঞ্চের মধ্যে ৪৯ শতাংশ অবদান রেখেছে নিউ টাউন, মধ্যমগ্রাম ও দমদম এলাকার নতুন আবাসনগুলি। সর্বমোট নতুন আবাসনের ক্ষেত্রে ২বিএইচকে ও ৩বিএইচকে যথাক্রমে ৩৮% ও ৪০% মার্কেট শেয়ারের অধিকারী। ২০২০-এর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২৫১৮টি ইউনিট বিক্রয় হয়েছে কলকাতায়, যা জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের থেকে ২% বেশি। বিক্রয়ের দিক থেকে জাতীয় স্তরে কলকাতার অবদান মাত্র ৪%। নিউ টাউন, রাজারহাট, জোকা ও নরেন্দ্রপুর টপ লোকালিটি বলে বিবেচিত হয়েছে, সার্বিক বিক্রয়ের সংখ্যার ক্ষেত্রে যা ৩৮ শতাংশ। বার্ষিক ১৬% মন্দার ফলে ডিসেম্বর ২০২০-তে কলকাতায় ইনভেন্টরি স্টক হয়েছে ৩০,২১০ ইউনিট, যা জাতীয় স্টকের প্রায় ৪ শতাংশ।