কলকাতার পোলক স্ট্রিটের এক বাড়িতে ভয়াবহ আগুন

সোমবার বিকেলে কলকাতার পোলক স্ট্রিটের এক বাড়িতে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়দের চেষ্টাতেই খবর যায় দমকলে। জানা গিয়েছে জনাকীর্ণ এলাকায় ওই অফিসবাড়ির দুটি তলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকলের ৬টি ইঞ্জিন। এ দিন বিকেল ৪.৩০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। প্রায় সঙ্গে সঙ্গে দেখা যায় আগুনের লেলিহান শিখা।

দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রাণপণ চেষ্টা চলছে। গোটা বাড়িটির এবং আশপাশের বিদ্যুৎ পরিবহণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুনের উৎসস্থলে এখনও পৌঁছনো যায়নি।কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরাও ঘটনাস্থলে পৌঁছন। হাইড্রলিক ল্যাডার নিয়ে এসে জল স্প্রে করা হয়।

তবে কী ভাবে বা কোথা থেকে আগুন লাগল, তা এখনও বোঝা যায়নি। সম্ভবত বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকেই ঘটেছে এমনটা। অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ব্রেবোর্ন রোডে।