কলকাতাতেও করোনার নতুন স্ট্রেন

এবার করোনার নতুন সুপার সংক্রামক স্ট্রেন চলে কলকাতাতেও। ভারতের পর কলকাতাতেও এবার মিলল করোনার নতুন স্ট্রেন। কলকাতার এক মেডিক্যাল কলেজের অধ্যক্ষর ছেলের শরীরে নতুন স্ট্রেন মিলেছে। লন্ডন থেকে কলকাতায় ফেরেন ওই যুবক। পরিবারের সবাইকে আইসোলেশনে যেতে বলেছে রাজ্য সরকার। কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে একবারের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুবককে। সতর্ক না হলে আগামী দিনে দেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ আসতে পারে মনে করেছে কেন্দ্র।