জিএসটিতে গরমিল দেখিয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগে শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল আয়কর দপ্তরের কর্মীরা। আয়কর দপ্তরের সরকারি আইনজীবী রতন বণিক জানিয়েছেন , যে ধৃত প্রমোদ কুমার বেরিয়াল দীর্ঘদিন ধরে সরকারি কর ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ক্রয় ও বিক্রয় করছিল।২০১৭ সালে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্সের যে আইন লাগু হয়েছিল তা ফাঁকি দিয়ে ভুয়ো কাগজ পত্র বানিয়ে ব্যাবসা করে আসছিল।তিনি জানান ধৃত ৩১কোটি ৬০লক্ষ ২৭হাজার ছয়শো একচল্লিশ হাজার টাকা সরকারি কর ফাঁকি দেওয়ায় তাকে গ্রেপ্তার করে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।