ব্যাঙ্গাত্মক টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন যশবন্ত সিনহা। “ভারতীয় গণতন্ত্রের স্বর্ণ অধ্যায় ফিরিয়ে আনার জন্য অভিনন্দন।” এই ভাষাতেই টুইট করেছেন বাজপােয়ী সরকারের আমলের এই মন্ত্রী। সূত্রের খবর, সংক্রমণের বিচারে বিশ্বে এখন প্রথম ৮-এ ভারত। পাশাপাশি লাগাতার ভাবে নিম্নমুখী আর্থিক বৃদ্ধি। এই দুই পরিস্থিতিকে কটাক্ষ করতে গিয়েই এদিন এমন ব্যাঙ্গাত্মক পোস্ট করেছে যশবন্ত সিনহা।২০১৮ সালে দল-সহ সরকার পরিচালনায় মোদি-শাহের ভুমিকার সমালোচনা করে বিজেপি থেকে পদত্যাগ করেছেন যশবন্ত সিনহা। দু’দিন আগে অর্থাৎ ৩০ মে শনিবার, দ্বিতীয় মোদি সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সেদিন টুইটারে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেছিলেন, গত বছর এই দিনে দেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণ অধ্যায় রচিত হয়েছিল।কয়েক দশক পর দেশের মানুষ গণতান্ত্রিক উপায়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকারকে দ্বিতীয়বার নির্বাচিত করেছিল।