করোনা সংক্রমণ থেকে সবে মাত্র সুস্থ হয়ে উঠছে দেশ। এরইমাঝে ভয় জাগছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে। এই পরিস্থিতিতেই আবারও উঁকি দিচ্ছে নতুন ভয়ের আশঙ্কা। নতুন এক ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে কেরালায়। হানা দিচ্ছে জিকা ভাইরাস৷ যার বাহক মশা। মশাবাহিত এই জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেরালার অন্তত ১৪ জন। সবকটি নমুনাই তিরুবনন্তপুরম জেলার। পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে সেগুলি পাঠানো হয়েছিল। আক্রান্তদের চিকিৎসা চলছে বলে জনা গিয়েছে। জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রথমে জ্বর আসে। সেই জ্বর ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে গায়ে ব়্যাশ বের হয়। চোখের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ হতে পারে কনজাংকটিভাইটিস। শুরু হয় গায়ে হাত পায়ে ব্যাথা ও মাথা ব্যাথা।
সম্পূর্ণ সুস্থ শরীরের উপরও হামলা চালাচ্ছেন জিকা ভাইরাস। চোখের সমস্যা, মাথাব্যথা, সামান্য জ্বর – এ ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। বর্ষার মরশুমে এ ধরনের রোগের প্রকোপ বাড়তে থাকায় এবার জনস্বার্থে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। প্রতিটি জেলাকে এই নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে। সতর্ক করা হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। পাশাপাশি বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হচ্ছে একটি পরামর্শদাতা কমিটি৷ শুরু হয়েছে কমিটি গঠনের প্রক্রিয়া৷ আতঙ্ক বাড়ছে চিকিৎসক মহলে। তাহলে কি করোনার পর আরও এক মহামারির সামনে ভারত? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।