Homeপ্রতিবেদনকরোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্যপ্রতিবেদন, রাজ্যকরোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্য editorApril 21, 2020 পশ্চিমবঙ্গ সরকার COVID-19 রোগীদের শনাক্ত করার জন্যে দ্রুতগতিতে অ্যান্টিবডি টেস্ট এবং পুল টেস্ট শুরু করবে। পুল টেস্টের মাধ্যমে করোনা ভাইরাসের জন্যে গণ পরীক্ষা অনেক কম খরচে করা যায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ উপসর্গবিহীন সর্বোচ্চ পাঁচ জনের শরীরের নমুনা এক সঙ্গে নিয়ে করা যায় পুল টেস্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬.০০০ ছাড়িয়ে যাওয়ায় রাজ্যেও গণ পরীক্ষা করার জন্যে তৎপরতা শুরু হয়েছে। রবিবার পশ্চিমবঙ্গ সরকার দ্রুতগতিতে অ্যান্টিবডি টেস্ট করার জন্যে মোট ১০,০০০ কিট হাতে পেয়েছে, জানিয়েছেন এক সরকারি আধিকারিক। “আমরা এই জাতীয় পরীক্ষা চালানোর জন্যে ১০,০০০ কিট পেয়েছি … এগুলো আইসিএমআর-এর নির্দেশিকা অনুসরণ করে দ্রুত অ্যান্টিবডি পরীক্ষা শুরু করতে আমাদের সাহায্য করবে”, সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানান ওই আধিকারিক। বিশেষত যে জায়গাগুলো করোনা হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে সেখানেই এই অ্যান্টিবডি পরীক্ষায় জোর দেওয়া হবে, জানিয়েছে রাজ্য সরকার। Previous Postদেশে এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল Next Postসংক্রমণের আশঙ্কায় গাজিয়াবাদ-দিল্লি সীমান্ত সিল