করোনা মোকাবিলায় বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।

বৃহস্পতিবার  করোনা মোকাবিলায় বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। অর্থমন্ত্রী জানান, এটি ১,৭২,০০০ কোটি টাকার প্যাকেজ।

  • চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, আশাকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা। এর ফলে ২০ লক্ষ কর্মী সুবিধা পাবেন।
  • বিধবা, বিশেষভাবেসক্ষম ও ষাটোর্ধ্ব বয়সীদের জন্য ১,০০০ টাকা করে দেওয়া হবে। এতে তিন কোটি মানুষ উপকৃত হবেন। এই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
  • প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা ঘোষণা। দুটি ভাগে থাকছে এই যোজনা। খাদ্য সংক্রান্ত ও ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার।
  • ১০০ দিনের কাজের মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল। এতে পাঁচ কোটি পরিবার সুবিধা পাবে।
  • দেশের গরীব, নারী, শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা।
  • দেশের যে মহিলাদের জনধন যোজনায় অ্যাকাউন্ট থাকা ২০.৫ কোটি মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
  • করোনা পরিস্থিতিতে ইপিএফ আইনও সংশোধনে প্রস্তুত রয়েছে সরকার। এর ফলে কোনও কর্মী চাইলে তাঁর প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে) আগাম তুলতে পারবেন।
  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিপিএল পরিবারগুলিকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে।
  • যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম রয়েছে, তাদের নিয়োগকর্তা এবং কর্মী দু’পক্ষের হয়েই কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকা জমা দেবে কেন্দ্র।