করোনা মহামারীর চেইন ব্রেকের মিটিং ইসলামপুরে

ইসলামপুর শহরে করোনার চেইন ব্রেক করতে ইসলামপুর পৌরসভা তরফে ইসলামপুর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের কাছে কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য সিফারিশ করবে। এই কথাটা ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ পাঁচু গোপাল রায়
অফিসার মঙ্গলবার সাংবাদিকদের কে জানান। এদিন পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার মিটিং হলে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক করা হয়। এই মিটিংয়ে করোনা মহামারীর চেইন কিভাবে ব্রেক করা যায় তার জন্য দুই পক্ষের মধ্যে মতের আদান-প্রদান করা হয় । এক্সিকিউটিভ অফিসার জানান যেভাবে অন্য অন্য জেলাতে মাস্ক ব্যবহার না করলে ফাইন ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমাদের এই শহরে করা যেতে পারে তার জন্য চর্চা হয়েছে এবং এসডিও সাহেব কাছে এই ব্যাপারে একটি আর্জি জানানো হবে তার সঙ্গে পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সঠিক পদক্ষেপ কি কি তারা নিতে পারে সে ব্যাপারেও আলোচনা করা হবে। শহরে প্রত্যেক ব্যক্তি কে মাস্ক পড়তে বাধ্য করা এবং স্যানিটাইজার ব্যবহার সমজিক দুরি বঝায় রাখা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।