মিছিল শুরু হতেই পুলিশ এর বাধা, প্রশ্ন একটাই সব সমস্যার সমাধান কি লোক জমায়েত করে মিছিল
শিলিগুড়ির ছবিটা একদমই আলাদা, রাজ্যে করোনা পরিস্থিতি ভালো না বললেই চলে।
শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণের হার। কিন্তু এই ছোট্ট শহর টিকে হাতিয়ার করে নানান রাজনৈতিক দল তাদের কার্যকলাপ মিটিং-মিছিল চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। আজ কলকাতার বিজেপি নারী মোর্চা এবং যুব মোর্চার নেতৃত্রে দেশের নারী সুরক্ষাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপি কর্মীরা।
ভারত করোনা সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, মৃত্যুর হার অনেক তা কমলেও মানুষের জীবন এখনো থমকে। এরই মধ্যে চীন-ভারত এর যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত সারা দেশ।
পুলিশ এর অনুমতি ছাড়াই শুরু হয় মিছিল, এর আগেও লকডাউন চলাকালীন , শহরের রাস্তা আটকে মাঝে মধ্যেই মিছিল,আন্দোলন এসব যেন নিত্য দিনের ছবি। পুলিশ আটকানোর চেষ্টা করলে পুলিশ কে আক্রমণ এর মধ্যে পড়তে হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সভায় পুলিশ কে কটাক্ষ করে বলেন
তাদের শাড়ি পরে বসাবেন এটাও বলেন যে করোনা আর নেই।
যেখানে খোদ প্রধান মন্ত্রী বার বার দেশ এর মানুষ কে মাস্ক পড়তে, সামাজিক দূরত্ব বিধি মানতে অনুরোধ জানাচ্ছেন, সেই জাগায় দাঁড়িয়ে রাজনৈতিক খেলায় মাতছেন মানুষ।
উল্লেখ্য, এরই মধ্যে রাজ্য কংগ্রেস এর উদ্যোগে রিয়া চক্রবর্তী কে মাদক-চক্রে মিথ্যে ফাঁসানোর দাবিতে শুরু হয় মিছিল।