করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের সহযোগিতা চাইল রাশিয়া

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই রাশিয়া স্পুটনিক ভি নামের করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করেছে। স্পুটনিক ভি নামের এই ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি নামের একটি সংস্থা। তাদের সঙ্গে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতা ছিল। ভ্যাকসিনে ভাল কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তারা। কিন্তু এবার সেই ভ্যাকসিন তারা ভারতের সঙ্গে মিলে উৎপাদন করতে চাইছে, এমনটাই জানিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রেভ। যদিও আমেরিকা ও ব্রিটেন জানিয়েছে, রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন তাদের দেশে ব্যবহার হবে না।

দিমিত্রেভ বলেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপাচ্যের অনেক দেশ এই ভ্যাকসিন উৎপাদন করতে চাইছে। তিনি বলেন, “ভ্যাকসিনের উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে পার্টনারশিপ করতে চাইছি। আমরা বিশ্বাস করি, ভারত এই গ্যামেলিয়া ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুই দেশ মিলিয়ে এই ভ্যাকসিনের চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবে। আমরা শুধুমাত্র রাশিয়া নয়, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রাজিল ও ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চাইছি।”