করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৫ জন চিকিৎসক

করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং নার্সরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-র তরফে শুক্রবার জানানো হয়, এখনো পর্যন্ত দেশে প্রায় ৫০০ জন চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। তথ্য অনুযায়ী, এই মুহুর্তে ১৯৪ জন রোগী পিছু দেশে একজন ডাক্তার রয়েছেন। সেক্ষেত্রে চিকিৎসকের মৃত্যু সার্বিকভাবে অত্যন্ত বড় ক্ষতি।

আইএমএ-র সভাপতি ডা.রঞ্জন শর্মা জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী দেশের ৫১৫ জন চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন।