করোনা পরিস্থিতি সামাল দিতে বৈঠক

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে দেশে। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ এই পরিস্থিতি সামাল দিতে রাজ্যপাল জগদীপ ধনকড় – এর সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এবং রাজ্য একত্রিত হয়ে কাজ করতে হবে এমন বার্তা দিয়েছিলেন জগদীপ ধনকড়। পক্ষপাতিত্বের কোনও জায়গা নেই।