করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে দেশে। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ এই পরিস্থিতি সামাল দিতে রাজ্যপাল জগদীপ ধনকড় – এর সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এবং রাজ্য একত্রিত হয়ে কাজ করতে হবে এমন বার্তা দিয়েছিলেন জগদীপ ধনকড়। পক্ষপাতিত্বের কোনও জায়গা নেই।