করোনা পরিস্থিতিতে পালটে গিয়েছে প্রতিমা বিসর্জনের পদ্ধতি

শারদীয়া উৎসবের শেষ দিনে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি৷ থাকবে না কোনও আড়ম্বর। মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি চলে যাবে ঘাটে। পুজো শুরু হওয়ার অনেক আগেই পুজো কমিটিগুলিকে বিসর্জন সম্পর্কে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পুজো উদ্যোক্তারা যাতে কোনও শোভাযাত্রা না করেন, সেদিকে নজর থাকবে পুলিশের।

বিসর্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট৷ সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিটি ঘাটে মার্কিং করা হয়েছে৷ মূল ঘাটগুলির মধ্যে রাজাবাগান, নাদিয়াল, গার্ডেনরিচ এলাকায় একটি করে, দক্ষিণ বন্দর থানা এলাকায় তিনটি ও উত্তর বন্দর এলাকায় ১৮টিতে বিসর্জন দেওয়া যায়। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাইক ব্যবহারে৷ মণ্ডপ থেকে ঘাটে নিয়ে যাওয়ার জন্য কলকাতার কয়েকটি রাস্তা ঠিক করা হয়েছে৷ ওই রুট গুলিতে ৩ হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন৷