করোনা নিয়ে কাজ করা গবেষককে খুন হতে হল আমেরিকায়।

করোনা ভাইরাস সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করার কাছাকাছি পৌঁছে যাওয়া এক চিনা গবেষককে গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায়। বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে একথা জানা যাচ্ছে। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সি অধ্যাপক বিং লিউকে শনিবার পিটসবার্গের রস টাউনশিপে তাঁর বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর মাথা, গলা, ঘাড় ও হাত-পায়ে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। রস পুলিশ বিভাগ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা একটি গাড়ির মধ্যে ৪৬ বছরের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন। তদন্তকারীরা মনে করছেন, ওই ব্যক্তিই লিউকে হত্যা করেছে। এবং তারপর সে গাড়িতে ফিরে এসে আত্মহত্যা করেছে।