করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

অপর্যাপ্ত করোনা টিকা এসে পৌঁছেছে বলে অতিরিক্ত করোনা টিকা অপচয় রুখতে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ১০ জনের টিকাকরণের পর শিশিটি ফেলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। শিশিতে অবশিষ্ট টিকা থাকলে তা ফেলে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, শিশিতে অবশিষ্ট সমস্ত টিকা ব্যবহার করতে হবে। অবশিষ্ট ভ্যাকসিনের পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে। আজ রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ।