করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

শুক্রবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন করোনা পরিস্থিতে এবার কালীঘাটে বিজয়া দশমী পালন বাতিল। তিনি দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়া দশমী পালনের নির্দেশ দিয়েছেন। পার্থবাবু জানিয়েছেন, এবার বিজয়া দশমীতে কালীঘাটে দলনেত্রীর বাড়ির দরজা বন্ধ থাকবে দলের নেতাকর্মীদের জন্য। তৃণমূলের বিজয়া সম্মিলনী হবে না এবার। তিনি জানিয়েছেন করোনা ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।