করোনা ওয়ার্ড চালু হবে NRS মেডিক্যাল কলেজে

করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করতেই শয্যা সংখ্যায় টান পড়েছে শহরে। সেই সমস্যার সমাধানে শিয়ালদার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে খুলছে করোনা ওয়ার্ড। বুধবার হাসপাতালে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে চালু হবে এই ওয়ার্ড। 

হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের দাবি, স্বাস্থ্য দফতরের তরফে কোনও নির্দেশ না থাকলেও পরিস্থিতি বিবেচনা করে নিজে থেকেই উদ্যোগী হয়ে এই ওয়ার্ড খুলছে NRS কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হাসপাতালের অস্থিরোগ বিভাগে চালু হবে করোনা ওয়ার্ড। প্রাথমিক ভাবে ১১০টি শয্যা দিয়ে কাজ শুরু করবে এই ওয়ার্ড। ধীরে ধীরে বাড়ানো হবে শয্যা সংখ্যা। থাকবে ৪টি সিসিইউ।