করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা যোগী আদিত্যনাথ সরকারের ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান করোনা আক্রান্ত হয়েছেন। চেতন চৌহানের রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করে দেখা হবে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। যোগী মন্ত্রিসভায় সৈনিক কল্যাণ, হোমগার্ড, পিআরডি ও সিভিল সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব সামলান এই প্রাক্তন ক্রিকেটার। চেতন চৌহানের আক্রান্ত হওয়ার খবর দেন আরও দুই প্রাক্তন ক্রিকেটার। আকাশ চোপড়া টুইট করে বলেন, “চেতন চৌহানজিও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কঠিন রাত। এক রাতেই অমিতাভ বচ্চন ও চেতন চৌহানজি।”