করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি

কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ। শনিবার প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানান, তোপসিয়ার হিন্দু কবরখানা চত্বরে একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের কোনও ব্যক্তি করোনায় মারা গেলে তার পরিজনরা এই কেন্দ্রে গিয়ে মৃত্যু শংসাপত্র, দাহ হওয়ার শংসাপত্র দেখালেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাওয়া যাবে ওই মৃত ব্যক্তির অস্থি। কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি।