করোনায় প্রয়াত অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর

প্রয়াত হলেন ৭৯ বছরের প্রবীণ মারাঠি অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর। গত ১৭ সেপ্টেম্বর থেকে মহারাষ্ট্রের সাতারার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। দিনকয়েক আগেই তাঁর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছিল।

অভিনেত্রীর প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সিরিয়াল, থিয়েটারের পাশাপাশি একাধিক মারাঠি ও হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন আশালতা ওয়াবগাঁওকর। বাসু চট্টোপাধ্যায়ের হাত ধরে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেছিলেন তিনি। প্রথম হিন্দি সিনেমা ছিল ‘আপনে পরায়ে’।