করোনায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মহামারিতে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বেড়ে চলছে মৃতের সংখ্যাও । জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ লক্ষ ১৮ হাজার ৪৭৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬৫ হাজার ৭১১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই লক্ষ ৫২ হাজার ৪৭৮ জন।

বিশ্বে করোনা ভাইরাসে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন লক্ষ ১২ হাজার ২৪৫ জন। আর নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ২১ জন।