রোজই রেকর্ড ভাঙছে করোনা ৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ৷ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন চিকিৎসকও ৷ গতকালও রাজ্যে, একই দিনে চার জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ তাঁরা একই দিনে চার জন চিকিৎসকের মৃত্যু হয়েছে আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত রোগীদের পরিষেবায় যুক্ত ছিলেন ৷ এখনও পর্যন্ত এ রাজ্যে অন্তত ২০ জন চিকিৎসকের করোনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চলতি মাসে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি ৷
করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত চিকিৎসকরা হলেন কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক তপন সিং ৷ শ্যামনগর অঞ্চলের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য (৫৬), চক্ষুরোগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল (৬২)। এর পাশাপাশি বর্ধমানের একটি কোভিড হাসপাতালে প্রাক্তন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ৮৮ বছরের প্রবীণ চিকিৎসক পি সি দে’র মৃত্যু হয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই করোনা রোগীদের চিকিৎসা করছেন চিকিৎসকরা ৷ আর তাতে নিজেরাই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন চিকিৎসকরা ৷ যা অত্যন্ত চিন্তার বিষয় বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৷