করোনার প্রাদুর্ভাব নিয়ে তাঁর উদ্বেগের কথা জানালোন সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনা অতিমারীর সঙ্গে বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার তুলনা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক লকডাউনের সময়ে দেশের মানুষের জীবন সম্পর্কে জানালেন। সারা বিশ্বে করোনার প্রকোপে মারা গিয়েছে ২.৪ লক্ষেরও বেশি মানুষ। সংক্রমণ ছাড়িয়েছে ৩৪ লক্ষেরও বেশি মানুষের শরীরে। ফিভার নেটওয়ার্কের ‘১০০ ঘণ্টা ১০০ তারকা’ অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেন, ‘‘পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো। বল সিম করছে, স্পিনও। ব্যাটসম্যানকে একটুও ভুল করলে চলবে না।” তিনি বলেন, ‘‘সুতরাং ব্যাটসম্যানকে রানও করতে হবে আবার উইকেটও বাঁচিয়ে রাখতে হবে ন্যূনতম ভুলচুক না করে। এবং টেস্ট ম্যাচটা জিততেও হবে।”