করোনার পরীক্ষাগার

এক দিনে সর্বাধিক করোনা পরীক্ষায় সাফল্য পাওয়ার পর কলকাতা, নয়ডা এবং মুম্বাইতে আরও পরীক্ষাগার তৈরী করা হবে, এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের তরফে। সোমবার এই পরীক্ষাগার অনলাইনে উচ্চ আধিকারিকের উপস্থিতিতে উদ্বোধন করা হবে। অনলাইন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই পরীক্ষাগার উদ্বোধন করবেন কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনটি উচ্চমানের গবেষণাগার আইসিএমারে রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে আধুনিক পরিকাঠামো অনুযায়ী তৈরী করা হবে। নয়ডার জাতীয় ক্যানসার নিবারণ এবং গবেষণা সংস্থা, কলকাতার জাতীয় কলেরা এবং অন্ত্র রোগ গবেষণা কেন্দ্র এবং মুম্বাইয়ের জাতীয় প্রজনন স্বাস্থ্য গবেষণা সংস্থাতে স্থাপন করা হবে এই পরীক্ষাগারগুলি। দিনে ১০,০০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর অফিসের তরফে। দেশ জুড়ে আরও পরীক্ষা এবং দ্রুত চিহ্নিতকরনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।