করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট কমেছে অনেকটাই। কিন্তু এরইমাঝে নতুন ভয়ের আশঙ্কা। কিছু মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে তৈরী হচ্ছে কেন্দ্র। কেন্দ্র তরফে করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর উপর আরও জোর দেওয়া হল। এবার কোভিড পরিস্থিতি মোকাবিলায় ২৩,১২৩ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বুধবারই শপথ নিয়েছেন মোদি সরকারের পরিবর্তিত মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা। বৃহস্পতিবার পরিবর্তিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই অতিমারীর মোকাবিলায় আপৎকালীন প্যাকেজের কথা ঘোষণা করা হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে প্যাকেজের ১৫,০০০ কোটি টাকার মতো দেবে মোদী সরকার। বাকি ৮ হাজার কোটি টাকা দেবে রাজ্য। আগামী ন’মাসের মধ্যে এই কর্মসূচি কার্যকর করা হবে বলে কেন্দ্র জানিয়েছে।
নতুন এই ঘোষণা থেকে পরিষ্কার, করোনার মোকাবিলাকেই অগ্রাধিকার দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নয়া প্যাকেজের ঘোষণা করেছেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। প্রসঙ্গত, বুধবার দুপুরে ইস্তফা দেন পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এরপরই বিকেলে শপথ নেন মনসুখ। গত এপ্রিল মাসেই দেশে ঝাঁপিয়ে পড়েছিল করোনার দ্বিতীয় প্রবাহ। তারপর অক্সিজেনের ঘাটতি ও হাসপাতালে বেডের অভাবের ফলে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছিল। যার ফলে প্রবল সমালোচনায় পড়তে হয়েছিল মোদি সরকারকে।