করোনার জন্য ২০২১-এর মেগা আইপিএল নিলাম বাতিল হতে চলেছে

করোনার জন্য শুধু চলতি বছরে নয় আগামী বছরেও আইপিএলের গুরুত্বপূ্র্ণ একটা অংশ বাদ পড়তে পারে। এবছর টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় কোনও রকম কাট-ছাঁট না করে পূর্ণ দৈর্ঘ্যের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হতে চলেছে আমিরশাহিতে।

২০২১-এ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিদেরই নতুন করে দল সাজিয়ে নেওয়ার কথা পরবর্তী নিলামে। তবে করোনা পরিস্থিতিতে পরের বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত নাও হতে পারে। হাতে পর্যাপ্ত সময় না থাকায় বিসিসিআই আগামী বছরের নিলাম বাতিল করতে পারে।

পরের বছর আইপিএলের যথারীতি নিজের এপ্রিল-মে’র উইন্ডোয় ফিরে যাওয়ার কথা। প্রস্তুতির জন্য বিসিসিআই হাতে মাত্র সাড়ে চার মাস সময় পাবে। এই সময়ের মধ্যে আইপিএলের এতবড় নিলামের ব্যবস্থা করা সম্ভব হবে না। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিদের পরিকল্পনার জন্য সময় দরকার। তাড়াহুড়ো করে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে রাজি নয় কেউই।