করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১০৭ বছরের প্রবীণা

মাত্র ৯ দিনে করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন দক্ষিণ কেরালার কোল্লামের ১০৭ বছর বয়সী এক মহিলা। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এই প্রবীণা এবং তাঁর চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন। কল্লাম মেডিকেল কলেজের সুপার ডক্টর হাবিব নাসিম জানান, কুড়ি জুলাই এই ভদ্রমহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। তৎক্ষণাৎ তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কঠোর পরিশ্রম ও একাগ্রতা এবং ভদ্রমহিলার রোগ-প্রতিরোধক্ষমতা এই দুয়ের ম্যাজিকে মাত্র ৯ দিনে সুস্থ হয়ে ওঠে নজির গড়েছেন এই মহিলা। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। দক্ষিণ কেরালার এই মহিলা তৃতীয় প্রবীণতম ব্যক্তি যিনি করোনাকে হারিয়েছেন। এর আগেই ডাচের ১০৭ বছরের এক মহিলা এবং দিল্লিতে ১০৬ বছরের এক প্রবীণ করোনা যুদ্ধে জয়ী হয়েছিল।