কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা

অবশেষে থামল করোনার দহন। গত দু’দিন ধরে গোটা দেশে এই মারণ ভাইরাসের কবলে প্রাণহানির সংখ্যাটা ঘরাফেরা করছে একশোর নিচে। সোমবারও দেশে দৈনিক করোনায় মৃতের সংখ্যাটা একশোর নিচেই থাকল। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন কলকাতায় ৪৩ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৯০৪ জন। টিকাকরণ শুরুর পর দুর্বল হয়েছে। করোনার দাপট।