কমছে সংক্রমণের সংখ্যা

দেশে করোনা সংক্রমণে খানিকটা স্বস্তি। একটু যেন আশার আলো দেখল দেশবাসী। পরপর তিনদিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। গত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,২৯,৯৪২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩,৮৭৬ জনের। ২৭ এপ্রিল শেষবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের কম ছিল। খানিকটা হলেও স্বস্তি পেল গবেষকরা। অন্যদিকে, বাংলাতেও করোনায় বেলাগাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৫ জন, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন।