কনকনে শীতের থেকে রেহাই আজ

শীতের দেখা নেই দেখা নেই করে বছর শেষে রাজ্যে জাকিয়ে বসেছে শীত৷ এমনকি রাজ্যে শীতের দাপটে জারি হয়েছিল সতর্কতা৷ গত কয়েক দিন ধরে রাজ্যে ঝোড়ো ইনিংস খেলার পর বুধবার কিছুটা কমল শীতের গতি৷ খানিকটা চড়ল তাপমাত্রার পারদ৷ আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়ে হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ বড়দিনে শীতের কনকনে ভাব উধাও হয়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে তাপমাত্রা৷

উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহের জেরে গত কয়েক দিন ধরে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে দাপট দেখিয়েছে শীত৷ উত্তর-পশ্চিম থেকে কনকনে হাওয়া ঢুকছিল বাংলায়৷ এক ধাক্কায় প্রায় ৩-৪ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ৷ দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ কিছুটা কমবে৷ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়বে৷ যার প্রভাব পড়বে এ রাজ্যেও৷ কিছুটা কমবে শীতের কামড়৷ 

আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, বুধবার সকালে কলকাতা ও সংলগ্ন এলাকা হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। তবে সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম।