কঠিন পরিস্থিতিতে তৎপর রাজ্য সরকার

বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। পুর এলাকায় করোনায় মৃতের দেহ সৎকারে নোডাল আধিকারিক নিয়োগের সিদ্ধান্ত নিল তারা। নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এবার থেকে করোনা রোগীর দেহ সৎকারে পুলিশের NOC লাগবে না। এজন্য প্রতিটি পুরসভায় নোডাল আধিকারিক নিয়োগ করবে সরকার। মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে মৃতের দেহ সৎকারের ব্যবস্থা করবেন নোডাল আধিকারিক।