মুম্বই: শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করায় কঙ্গনার নামে পুলিশে এফআইআর করা হল। এই অভিযোগটি ঠাকরে করেননি, করেছেন হাইকোর্টের উকিল নিতিন মানে। তবে কঙ্গনা সেপ্টেম্বরের ৯ তারিখ ‘ঠাকরেকে মুভি মাফিয়াদের সঙ্গে জুড়ে চ্যালেঞ্জ করেছেন। এই সূত্র ধরেই অভিনেত্রীর নামে কেস ফাইল করা হয়।
ঘটনার সূত্রপাত দিনয়কয়েক আগে। বলিউডে নেপোটিজম এবং মাদক চক্র নিয়ে সরব কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। মুম্বইবাসীর ভাবাবেগে আঘাত করে এই মন্তব্য, এই যুক্তিতে প্রতিবাদে মুখর হয় শিবসেনা। মুম্বইয়ের দিকে আঙুল তুলতে সঞ্জয় সপাটে বলেন, কঙ্গনার আর মুম্বই আসার দরকার নেই। দমবার পাত্রী নন কঙ্গনা। তিনি দিয়েছিলেন ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে পা রাখতে চলেছেন। সেইমতোই মুম্বই আসেন।