অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো লঞ্চ্ করল ওপ্পো রেনো৪ প্রো ও ওপ্পো ওয়াচ সিরিজ। রেনো৪ প্রো হল ভারতের প্রথম ডিভাইস যাতে রয়েছে ৯০ হার্টজ ৩ডি কার্ভড ডিসপ্লে। ওপ্পো ওয়াচ বিশ্বের প্রথম স্মার্টওয়াচ যার শক্তি জোগায় ডুয়াল-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। রেনো৪ প্রো পাওয়া যাবে দুইটি প্রিমিয়াম কলারে – স্টারি নাইট ও সিল্কি হোয়াইট। ওপ্পো ওয়াচ পাওয়া যাবে দুইটি ট্রেন্ডি কলারে – ব্ল্যাক ও গ্লসি গোল্ড। রেনো৪ প্রো’তে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি রম-সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি এসওসি এবং কলারওএস ৭.২। ওপ্পো ওয়াচ নজর রাখে ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, স্লিপ কোয়ালিটি, গেট-আপ রিমাইন্ডার ও ব্রিদিং ইত্যাদির দিকে।
৫ আগস্ট থেকে রেনো৪ প্রো পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট ও রিটেল স্টোরসমূহে। দাম ৩৪,৯৯০ টাকা। ওপ্পো ওয়াচ পাওয়া যাবে ১০ আগস্ট থেকে। দাম ১৯,৯৯০ টাকা (৪৬মিমি) ও ১৪,৯৯০ টাকা (৪১মিমি)। ক্রেডিট/ডেবিট কার্ড ইএমআই ট্রাঞ্জেকশনের ক্ষেত্রে ওপ্পো রেনো৪ প্রো নো-কস্ট ইএমআই অপশন-সহ আকর্ষণীয় ক্যাশব্যাক অফারে পাওয়া যাবে ৯ মাস পর্যন্ত। এছাড়া, ৫ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে ওপ্পো রেনো৪ প্রো কিনলে গ্রাহকরা ওপ্পো স্মার্টওয়াচের উপরে ২০০০ টাকা অবধি ছাড় পাবেন।