ঐক্যশ্রী প্রকল্প কী ভাবে পাবেন জানুন…..

নিজস্ব সংবাদদাতা: ছাত্রছাত্রীদের উতসাহ দিতে ‘ঐক্যশ্রী’ প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রকল্পে স্কলারশিপের আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া। সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের এই প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে রাজ্য সরকার। কবে কীভাবে পাওয়া যাবে তা জানতে পারা যাবে ১৫ সেপ্টেম্বর।

গত ৩০ জুন থেকে শুরু হওয়া আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সংখ্যালঘু পরিবারের পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আবেদনের শর্তাবলী কী কী?
১) এই রাজ্যের (পশ্চিমবঙ্গের) বাসিন্দা হতে হবে।
২) এর আগের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে পড়ুয়াকে।