এ মাসেই মেট্রোতে ফের চালু হচ্ছে টোকেন

মেট্রোয় ফিরে আসছে টোকেন এই মাসেই। নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট দুই মেট্রোতেই নতুন করে আবার টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা অতিমারির কারণে যা বন্ধ রাখা হয়েছিল। মেট্রো জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই মেট্রোর প্রতিটি কাউন্টারে মিলবে টোকেন। 

গতবছর লকডাউনের সময় দেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। নিউ নর্মালে ফের নতুন করে পরিষেবা চালু হলেও সংক্রমণ এড়াতে মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের স্মার্ট কার্ডেই যাতায়াত করতে হবে। সেইমতো স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে থাকেন যাত্রীরা। কিন্তু মেট্রোয় যাঁরা মাঝেমাঝে যাতায়াত করেন তাঁরা অসুবিধায় পড়ছিলেন। যেহেতু টোকেন দেওয়া হচ্ছিল না। ফলে টোকেন দেওয়ার সিদ্ধান্ত এই যাত্রীদের জন্য একটা বড় সুখবর। 
মেট্রো জানিয়েছে, কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এএসসিআরএম) থেকেও টোকেন পাওয়া যাবে। তবে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের স্মার্ট কার্ড ব্যবহারের জন্যই অনুরোধ জানিয়েছে মেট্রো। এর ফলে তাঁরা ভিড়ও এড়াতে পারবেন।