এশিয়ান গ্র্যানিটো ইন্ডিয়ার নতুন শোরুম

মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিবসে এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের নতুন শোরুম ‘এজিএল এক্সপোর্ট হাউস’ খোলা হল গুজরাটের মোর্বির ওয়াঙ্কানেরে। এই এক্সপোর্ট হাউসে একজায়গাতেই থাকবে টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার রেঞ্জ। এই কোম্পানি বর্তমানে ১০০টিরও বেশি দেশে রপ্তানি করে থাকে। কোম্পানির লক্ষ্য হল তার এক্সপোর্ট নেটওয়ার্ক সম্প্রসারন করা। মোর্বির এই শোরুমটি হবে দেশে কোম্পানির সর্ববৃহৎ শোরুম।  এই শোরুমে এক ছাদের নীচে থাকবে এক্সক্লুসিভ ও এলিগ্যান্ট রেঞ্জের প্রোডাক্টসমূহ, যেমন সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলিন, গ্লেজড ভিট্রিফায়েড, আউটডোর, ন্যাচারাল মার্বেল, কম্পোজিট মার্বেল ও কোয়ার্টজ। এছাড়াও থাকবে সম্প্রতি লঞ্চ্‌ করা স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার রেঞ্জ।