অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের (এজিআইএল) নেট প্রফিট হয়েছে ২৪.৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়কালের ১১ কোটি টাকার থেকে ১২৬% বৃদ্ধির পরিচায়ক। ডিসেম্বর ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকে কনসলিডেটেড নেট সেলস ছিল ৩৮৪.৬ কোটি টাকা, যা ২৯% বেশি আগের বছরের সমসময়ের নেট সেলস ২৯৭.৯ কোটি টাকার থেকে। ডিসেম্বর ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকে কনসলিডেটেড ইবিআইটিডিএ ছিল ৪৯.৫ কোটি টাকা।
কোম্পানির আর্থিক ফলাফল প্রসঙ্গে এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমলেশ প্যাটেল বলেন, চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিভিন্ন মার্কেটে কোম্পানির প্রোডাক্টের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের এই সাফল্য। কোম্পানির ২৯ শতাংশ টপলাইন গ্রোথ এই ফলাফলের প্রধান কারণ। বিগত দুই ত্রৈমাসিকে এশিয়ান গ্রানিটোর টাইলস ডিভিশন মজবুত হয়েছে দেশীয় বাজারের ও রফতানি বাজারের চাহিদা বৃদ্ধির কারণে।