এয়ারটেলর দুর্দান্ত অফার

টেলিজগতে বর্তমানে একে অপরকে টক্কর দিচ্ছে জিও এয়ারটেল এবং ভোডাফোন। সস্তার প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিসংস্থা গুলি। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এয়ারটেল এদের সকলকে টপকে গেল। নতুন অফারে দৃষ্টি আকর্ষন করলো সমস্ত গ্রাহকদের।

এয়ারটেল কিছুদিন ধরে বিনামূল্যে ১ জিবি ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা দিচ্ছে। আসলে যারা রিচার্জ করছেননা তাদের এই সুবিধা দিচ্ছে এয়ারটেল সঙ্গে আরও একটি মেসেজ করছে গ্রাহকদের তাড়াতাড়ি রিচার্জ করার জন্য। বিনামুল্যে এই ফ্রি রিচার্জ টির বৈধতা থাকছে ৩ দিন। উল্লেখ্য যাদের ফোনে এই মেসেজগুলি আসছে তারাই শুধুমাত্র এই ডেটা এবং ফ্রি কলিং উপভোগ করার সুযোগ পাচ্ছে।