চেন্নাই সুপার কিংস তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে এমএস ধোনির নেতৃত্বে। ২০১০-এ প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইকে হারিয়েই প্রথম ট্রফির স্বা পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের সামনে ১৬৯ রানের লক্ষ্য ছিল। জয়ের সব রসদই ছিল তাঁদের কাছে। কিন্তু বাধ সাধল ধোনির হোম ওয়ার্ক। আর সেটাই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়ে চেন্নাইয়ের হাতে। একদম সেই পথে হেঁটেই ট্রফি জিতে নিয়েছিলেন ধোনিরা। শাদাব জাকাতি, প্রাক্তন সিএসকে বাঁ-হাতি স্পিনার উইজডেন ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ধোনির সেই পরিকল্পনার কথা। আর সেটা মেনেই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সচিনকে প্যাভেলিয়নে ফিরিয়েছিলেন।
জাকাতি বলেন, ‘‘আমি প্রথম দুই ওভারে ২১ রান দিয়েছিলাম। বাঁ হাতি অভিষেক নায়ার ব্যাট করছিল, ধোনি আমাকে বলে এবার মিডল ওভারে বল কর।”