এবার বাড়ি ছাড়ার হুঁশিয়ারি পেল শোভনবাবু

এবার নয়া মোড় নিল শোভন-বৈশাখী অধ্যায়। বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঢের আগেই। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে গোলপার্কের ফ্ল্যাটে থাকেন শোভন চট্টোপাধ্যায়। এবার গোলপার্কে শোভনকে ফ্ল্যাট খালি করার হুঁশিয়ারি দিলেন তাঁরই শ্যালক শুভাশিস দাস। বান্ধবী বৈশাখীকে নিয়ে রয়েছেন গোলপার্কের ফ্ল্যাটে। সেই বাড়ি নিয়েই নতুন করে জটিলতা তৈরি হল। সাতদিনের মধ্যে ওই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। তা না হলে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শোভনের শ্যালক। ওই ফ্ল্যাটে বেআইনিভাবে শোভন-বৈশাখী রয়েছেন বলে আগেও সোচ্চার হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭-য় বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন শোভন।

গোলপার্কের যে ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে ‘সংসার’ পেতেছেন শোভন, সেই ফ্ল্যাটের মালিক আসলে রত্নার দাদা দেবাশিস দাস। ফলে শোভনের কোনও আইনি অধিকারই নেই ওই ফ্ল্যাটে থাকার। এই ফ্ল্যাট থেকেই কয়েকদিন আগে শোভন চট্টোপাধ্যায়কে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই। পরিস্থিতি এখন পাল্টেছে। রত্না দেবী এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন।