এবার বাজারেও মিলবে এই টিকা

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে লাগামহীন সংক্রমণ। ভয়াবহ চেহারা নিয়েছে করোনা। করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার। পরিস্থিতি মোকাবিলায় অবশেষে আরও এক টিকা পেল ভারত। রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছল ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে এই রুশ ভ্যাকসিন। দেশে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি মিটবে বলেই প্রত্যাশা। ডক্টর রেড্ডি’স ল্যাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ শুরু হবে। প্রাথমিকভাবে দেড় লক্ষ ভ্যাকসিন পাঠানো হয়েছে। আগামী দিনে রাশিয়া থেকে আরও ভ্যাকসিন এসে পৌঁছবে।

রাশিয়ার গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে তৈরি হয়েছে কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি। পাশাপাশি, ২ থেকে ১৮ বছর বয়সিদের উপরও টিকার ট্রায়ালে ছাড়পত্র মিলেছে।এদিকে, জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। প্রায় ১৬ কোটির মতো স্পুটনিক ভি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে টিকাকরণ শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।