এবার তলব শুভাপ্রসন্নকে

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সারদার সংবাদমাধ্যমের সিইও কুণাল ঘোষ, তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার পর এবার বিপাকে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন। শুভাপ্রসন্নকে ফের নোটিস দিল এনফোর্সমেন্ট ডিইরেক্টরেট। ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শুভাপ্রসন্নকে৷ ইডির পাশাপাশি সিবিআইয়েরও মুখোমুখি হতে হয়েছিল শুভাপ্রসন্নকে৷