ব্যস্ততার শহরে আজকাল দাম কমে গেছে ট্রামের। তাই এবার নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম কর্তৃপক্ষ। এবার ট্রামেও চালু ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। নতুনের সঙ্গে প্রতিযোগিতায় এবার থেকে ট্রামে চালু করা হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা। রাস্তায় ঘাটে চলার সময় পকেটে কোনো নগদ টাকা না থাকলেও ট্রামে চড়ার জন্য তা আর বাঁধা হয়ে দাঁড়াবে না।
Phone Pe, Google Pay, Paytm ছাড়াও অন্যান্য মাধ্যমে টিকিট কাটা যাবে ট্রামে। আগামী ২০ তারিখ রাজাবাজার রুটের ট্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হবে ক্যাশলেস ব্যবস্থা। এর ফলে করোনা পরিস্থিতিতে দূরত্ব বিধিও বজায় রাখা যাবে।