এবার টিকা নিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান

দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর পর চেন্নাইয়ের হাসপাতালে কোভ্যাক্সিন নিলেন দক্ষিণী ফিল্মস্টার কমল হাসান। বুধবার থেকেই তামিলনাড়ু বিধানসভার নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন অভিনেতা। ৬ই এপ্রিল তামিলনাড়ুতে এক দফায় বিধানসভা নির্বাচন হবে। কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মার্চ মাসের প্রথম দিন থেকে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের সেইসমস্ত ভারতীয়দের ভ্যাকসিন দেওয়া হবে। গত সপ্তাহেই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে।